ব্যাংকিং মেলা বসছে ২৪ নভেম্বর


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৭ নভেম্বর ২০১৫

ব্যাংকিং মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর বাংলা একাডেমিতে এই মেলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান।

শনিবার টেলিফোনে জাগো নিউজকে এ বিষয়টি জানান তিনি।

এএফএম আসাদুজ্জামান বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যাংকিং মেলার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই মেলার মাধ্যমে যারা ব্যাংকিং সেবার বাইরে রয়েছেন, এমন ব্যক্তিরা নতুন করে ব্যাংকিং সেবার মধ্যে আসবেন।

তিনি বলেন, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি থাকছে না। দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।

আসাদুজ্জামান আরো বলেন, ইতোমধ্যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেষ দেয়া হয়েছে প্রযুক্তি নির্ভর হয়ে মেলায় অংশ নিতে প্রস্তুতি নিতে।

গভর্নর ড. আতিউর রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আসাদুজ্জামান।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।