হরতালেও রাজধানীতে তীব্র যানজট


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ০৬ নভেম্বর ২০১৪

সপ্তাহব্যাপী হরতালের শেষ দিন বৃহস্পতিবার রাজধানীতে যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়ক সরেজমিন পরিদর্শনে এ চিত্র লক্ষ্য করা গেছে।

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের শেষ দিন বৃহস্পতিবার নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। হরতালের অন্যান্য দিনগুলোতে রাজধানীর রাস্তঘাট অনেকটা ফাঁকা থাকলেও শেষ দিনে এর উল্টো চিত্র লক্ষ্য করা গেছে।

রাজধানীর বাংলামটর, ফার্মগেট, জিগাতলা, সাইন্সল্যাব, মৎস্যভবন, পল্টন ও প্রেস ক্লাব এলাকায় তীব্র যানজটের কারণে অনেকেই সময় মতো কর্মস্থলে যেতে পারেননি। দীর্ঘসময় ধরে বাস দাঁড়িয়ে থাকায় অনেকে হেঁটেই রওনা হয়েছেন তাদের কর্মস্থলে।

জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে দলটি সপ্তাহব্যাপী হরতালের ডাক দেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।