স্বেচ্ছায় অবসরে স্বাস্থ্যসচিব


প্রকাশিত: ০৬:২২ এএম, ০৬ নভেম্বর ২০১৪

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ ওঠা স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দিন মিয়া স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র জমা দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে তিনি এই পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। সেখানে তার স্বেচ্ছায় অবসরে যাওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।