বাংলাদেশে বিদেশিরা নিরাপদ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বিদেশিরা বাংলাদেশে নিরাপদ। এ দেশে অবস্থানরাত বিদেশিদের নিরাপত্তায় সরকার আন্তরিক। শনিবার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে ইউএনএইডসের কান্ট্রি ডিরেক্টর লিও কেনি সাক্ষাৎ করতে এলে একথা বলেন তিনি।
সাক্ষাতকালে তারা এ মাসের ২০-২৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এইডস সংক্রান্ত আন্তর্জাতিক কংগ্রেস সম্পর্কে আলোচনা করেন। চার দিনব্যাপী এ সম্মেলনে আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৯টি দেশের পার্লামেন্টারিয়ানরা এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
ডেপুটি স্পিকার গুরুত্বপূর্ণ এ সম্মেলনে বিভিন্ন দেশের অংশ এবং বিভিন্ন সেশনে অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সহিংসতামুক্ত একটি সুস্থ প্রজন্মের জন্য পথনির্দেশনা প্রাপ্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। কান্ট্রি ডিরেক্টর সম্মেলন সংক্রান্ত বিষয়সমূহ এবং সার্বিক কার্যক্রম শেষে ঢাকা ডিক্লারেশন সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের উপর আলোকপাত করেন ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, দেশে প্রাথমিক শিক্ষকদের ৬০ শতাংশ নারী এবং উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে এই প্রথমবারের মতো নির্বাচিত নারী প্রতিনিধির পদ রাখা হয়েছে।
তিনি রাজনীতি, প্রশাসন, প্রতিরক্ষা, পুলিশ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অনন্য প্রতিনিধিত্বের বিষয় তুলে ধরেন। ডেপুটি স্পিকার উন্নয়ন সহযোগী হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বেসরকারি সংগঠন ও সিভিল সোসাইটির সহযোগিতার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।
সাক্ষাতকালে ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন হান্টার, ন্যাশনাল অফিসার এস.এম নাহিয়ান উপস্থিত ছিলেন ।
এইচএস/এসকেডি/আরআইপি