দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা চলছে


প্রকাশিত: ০৭:১৫ এএম, ০৭ নভেম্বর ২০১৫

আইএস, আনছারুল্লাহ বাংলা, জেএমবিসহ সব জঙ্গি সংগঠনের দোসর জামায়াত-শিবির। আর ওই সব জঙ্গিগোষ্ঠী জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিববেশ সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে মেজর জেনারেল খালেদ মোশারফ বীরউত্তম স্মৃতি পরিষদ আয়োজিত খালেদ মোশারফের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, খুব শিগগিরই মানববতাবিরোধী অপরাধের দায়ে দুই জনের রায় কার্যকর হতে যাচ্ছে বলেই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে।

লেখক-ব্লগার হত্যাকাণ্ডের জন্য স্বারাষ্ট্র মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, এসব হত্যাকাণ্ডে সন্দেহভাজন কয়েকজনকে ইতোমধ্যে ধরা হয়েছে। বাকিদেরও কিছু দিনের মধ্যে চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আয়োজক সংগঠনের সভাপতি সালমা খালেদের সভাপতিত্বে স্বরণ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, খালেদ মোশারয়ের মেয়ে সাংসদ মাহজাবিন খালেদ প্রমুখ।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।