গ্রেফতার ৭ জেএমবি’র ৪ সদস্যই পাকিস্তানি


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৭ নভেম্বর ২০১৫

রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) যে ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে ৪জনেই পাকিস্তানের নাগরিক।
 
শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৭ জেএমবি সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ পাকিস্তানি জেএমবি সদস্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
 
তিনি সংবাদ সম্মেলন শুরুর আগে জাগো নিউজকে জানান, আটক চারজন পাকিস্তানি হলেন- মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাকিল, খলিলুর রহমান ও ইকবাল। অপর তিন বাংলাদেশি হলেন বাবুল খান, ফরমান ও শহীদ।
 
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেইউ/এআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।