গ্লোব বায়োটেক পরিদর্শনে যাবেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২১ অক্টোবর ২০২০

বাংলাদেশের গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকাভুক্ত হওয়ায় তাদের কার্যালয় পরিদর্শনে যাবেন বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত।

বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ এবং এর সিইও ড. কাকন নাগ। তবে কোন দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত গ্লোবের অফিস পরিদর্শনে আসছেন, তা বলছে না তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ ডব্লিউএইচও’র তালিকাভুক্ত হওয়ায় একজন বিদেশি রাষ্ট্রদূত আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) গ্লোব বায়োটেক পরিদর্শন করবেন। আমরা আশা করছি, পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় দুপুর আড়াইটায় গ্লোবের অফিসে অনুষ্ঠিত হবে।’

পিডি/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।