হবিগঞ্জে ট্রাফিক পুলিশের ওপর হামলা


প্রকাশিত: ০২:৩৪ এএম, ০৭ নভেম্বর ২০১৫

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতদলের হামলায় পুলিশ ও সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে মাধবপুর উপজেলার আদাউর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. বায়েজিদ (৫০), এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য (৫২), ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিন (৫৫), তাদের গাড়ি চালক মো. মোস্তাক মিয়া (৩০)। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ডাকাতরা আহত টিআই মো. বায়েজিদের ওয়াকিটকিসহ আহতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইলফোন ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়।

আহত সাংবাদিক পীযূষ কান্তি আচার্য জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি মাইক্রোবাসযোগে তারা হবিগঞ্জের মাধবপুরের ভুবনে একটি মাজারের ওরসে যান। পরে ওরস শেষে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে রাত ১২টার দিকে মাধবপুরের আদাউর এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল  মুখোশধারীসশস্ত্র ডাকাতদল তাদের মাইক্রোবাসের গতিরোধ করে।

এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা মাইক্রোবাসে ভাঙচুর শুরু করে। পরে ডাকাতরা মাইক্রোবাসের ভেতরে থাকা সবাইকে এলোপাতারিভাবে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এরপর ডাকাতরা টিআই বায়েজিদের ওয়াকিটকিসহ আহত বাকিদের কাছে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।