আজকের এইদিনে : ০৭ নভেম্বর
১৮৬২ খ্রিস্টাব্দের এই দিনে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফর [দ্বিতীয়] ব্রিটিশদের হাতে বন্দি অবস্থায় রেঙ্গুনে মৃত্যুবরণ করেন।
১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী পোলিশ-ফরাসি বিজ্ঞানী মারি কুরির জন্ম।
১৯১৩ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী ফরাসি ঔপন্যাসিক আলবেয়ার কাম্যুর জন্ম।
১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অশ্বিনীকুমার দত্তের মৃত্যু।
১৯২৪ খ্রিস্টাব্দের এই দিনে রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে উপস্থিত হন।১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের হস্তক্ষেপে সুয়েজ খাল নিয়ে যুদ্ধের অবসান ঘটে।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে সেনাবাহিনীর পাল্টা অভ্যুত্থানে বীরউত্তম খালেদ মোশাররফ নিহত হন।
১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোকের মৃত্যু।
১৯৮৯ খ্রিস্টাব্দের এই দিনে কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।
এইচআর/জেডএইচ/এমএস