ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো তারা
দু’বছর ভারতের নয়াদিল্লির কেন্দ্রীয় কারাগারে সাজাভোগের পর দু’শিশুসহ ১০ বাংলাদেশি নারী-পুরুষকে শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসারা হলেন- বাগেরহাটের মংলা এলাকার শহর আলীর ছেলে ডালিম (৪০), শরণখোলা এলাকার নাসিরের ছেলে মিজান (৩৫), ঢাকার ডেমরার আলমের ছেলে আমির হোসেন (৪৫), আমির হোসেনের স্ত্রী বালু বেগম (৩৮), ছেলে নূর হোসেন (৩), মুসকান (৫), বরগুনা সদর এলাকার শফিউদ্দিনের ছেলে আসলাম (৪২), কুমিল্লা সদর দক্ষিণের হিরন মিয়ার ছেলে শাহিন (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ফিরোজের ছেলে মোশারেফ (২৮) ও আখাউড়ার ফয়েজের ছেলে স্বপন মিয়া (৩০)।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দালালের খপ্পড়ে পড়ে ২০১৩ সালে অবৈধ পথে ভারতে যায় এরা। ভারতের নয়াদিল্লি এলাকায় কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের ২ বছরের সাজা দেয়। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।
শুক্রবার দুপুরে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। সেখান থেকে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
জামাল হোসেন/এসএইচএস