বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা জারি


প্রকাশিত: ০৯:০৭ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

বিদেশ থেকে কোনো অপরাধী যেন দেশে প্রবেশ করতে না পারে সেইসাথে দেশ থেকে যেন কোনো অপরাধী ভারতে পাড়ি জমাতে না পারে সেজন্য দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। ঢাকায় পুলিশ চেকপোস্টে হামলার ঘটনার পর থেকেই পাসপোর্ট যাত্রীদের কড়া চেকসহ গতিবিধি লক্ষ্য রাখছে প্রশাসনের সদস্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও রয়েছেন কড়া সতর্কাবস্থায়। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে।

পুলিশ চেকপোস্টে চোরাগুপ্তা হামলাসহ পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রশাসনের সংশ্লিষ্ট দফতর থেকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। ফলে বৃহস্পতিবার বিকেল থেকে বেনাপোল চেকপোস্ট এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কড়া তল্লাশি ও পাসপোর্ট যাত্রীর গতিবিধি লক্ষ্য রাখছে কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল হক বলেন, কাস্টমস কমিশনারের নির্দেশে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে কাস্টমস সদস্যরা কড়া অবস্থানে রয়েছেন। ব্যাগেজ তল্লাশিসহ বহিরাগতদের প্রবেশ রোধে কাস্টম সদস্যরা সজাগ রয়েছেন। গুরুত্ব সহকারে সব কিছু দেখভাল করা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনে দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রীদের গতিবিধি লক্ষ্য রাখাসহ কড়া সতর্কাবস্থা অবলম্বন করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যেন কোনো সন্ত্রাসী দেশে আসতে এবং দেশ থেকে বিদেশে যেতে না পারে সেজন্য আমরা সর্বদাই সতর্ক অবস্থায় আছি।

তিনি আরো জানান, সম্প্রতি কিছু বিদেশি নাগরিকদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। সেসব বিদেশিরা যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা সর্বদা সতর্ক রয়েছি।

পাচার রোধে সংশ্লিষ্ট এলাকাগুলোয় পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক রয়েছে বলে জানান পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

এর আগে গত ২৮ অক্টোবর এক নির্দেশনায় অপরাধীদের একটি তালিকাও পাঠানো হয়েছে। সম্প্রতি সালাউদ্দিন কাদের চৌধুরী তার পক্ষে ৫ জন পাকিস্তানি সাফাই সাক্ষীর নাম বলেছেন তারা যেন কোনোভাবেই দেশে প্রবেশ করতে না পারে এবং পাশাপাশি দেশে ২ বিদেশি নাগরিক ও ১ পুলিশ কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত কোনো আসামি যেন দেশ ত্যাগ করে ভারতে পাড়ি জমাতে না পারে সেজন্য এ সতর্কতা জারি করা হয়েছিল।

জামাল হোসেন/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।