ফেইরি ল্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আলোচিত ফেইরি ল্যান্ড গ্রুপ দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। রাজধানীর উত্তরা ক্লাবে ৬ নভেম্বর শুক্রবার এ অনুষ্ঠান চলে।
নারী উদ্যোগক্তা, কর্মজীবী, গৃহিনী ও বিবাহিত মেয়েদের এই গ্রুপ। সকাল ১০টা থেকে পরিচিতি, গসিপ, আড্ডা, রেফেল ড্র, নানা রেসেপির স্বাদ গ্রহণ ও ডিজে পার্টির আনন্দে গ্রুপের মেয়েরা বিকেল ৪টা পর্যন্ত মেতে থাকে।
গ্রুপের অঙ্গীকার অনুযায়ী একজন প্রতিবন্ধী মশিউল আজমের হাতে তুলে দেয়া হয় একটি ডেস্কটপ কম্পিউটার। তার দু’টি পা শিশুকাল থেকেই অকার্যকর হয়ে গেছে। কিন্তু তিনি দমে যাননি। ডিগ্রি পাস করেছেন। স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছেন। গ্রুপের সদস্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ফেইরি ল্যান্ড গ্রুপ তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।
ফেসবুকের বিজনেস গ্রুপ কেনাকাটায় তার একটি চাকরির ব্যবস্থা করে দেয়া হয় এবং ঘরে বসে যাতে সে চাকরিটা করতে পারে সেজন্য তার হাতে তুলে দেয়া হয় কম্পিউটার। জানালেন গ্রুপ এডমিন রাফিকা আকতার।
গ্রুপের পক্ষ থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করা হয়েছিল আগেই। যারা প্রতিবন্ধী হয়েও জীবনের সকল বাধা পেরিয়ে শিক্ষিত হয়েছেন; কিন্তু কোথাও চাকরি পাচ্ছেনা, কিন্তু স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন, ফেইরি ল্যান্ড, তাদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছিল। ল্যাপটপ দেয়ার মাধ্যমে তা বাস্তবতার মুখ দেখল।
এর আগে এই গ্রপের মেয়েরা সদস্যদের কেউ বিপদে পড়লে গ্রুপ থেকে টাকা তুলে তাকে সাহায্য করেছে। আইনগত সহায়তায় দিতে এগিয়ে গেছে। অসহায় এতিমদের সাহায্য সহযোগিতা করেছে। শীতকালে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। কোরবানির সময় এতিমখানায় গরু কিনে দেয়া হয়েছে ইত্যাদি নানান সামাজিক কাজে সম্পৃক্ত এ গ্রুপ।
এ সম্পর্কে গ্রুপ সদস্য মীম সাবিহা সাবরীন জানান, আজকের জেনারেশনের মেয়েরা দিনের অনেকটা সময় ফেসবুকে কাটিয়ে দেয়। কিন্তু ফেসবুকে শুধু কথামালার জাল না বুনে বা ব্যক্তিগত সুখ দুঃখের ইনফরমেশন বিনিময়ের মধ্যেই জীবনের মূল্যবান সময় বিনষ্ট না করে, বাস্তব জীবনেও একজন আর একজনকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে-পরস্পরের পাশে দাঁড়াতে পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এই গ্রুপের সদস্যরা কাজ করে যাচ্ছেন। আমাদের গ্রুপ এডমিনরা চেয়েছেন ফেসবুকে কাটানো সময়টা অন্য আর একজনের জন্য উপকারে আসুক।
গ্রপের কো-এডমিন সায়মা সাঈদ জানালেন, ফেসবুক- মেয়েদের জন্য স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী একটি সামাজিক গ্রুপ গড়ে তোলার জন্য গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে ফেইরি ল্যান্ড গ্রুপের সদস্যরা।
শুধু ফেসবুকে নয়, বাস্তব জীবনেও যেন গ্রুপের মেয়েরা সামাজিক দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে, পরস্পরের কাছাকাছি আসতে পারে, সবার মাঝে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে পারে- সে জন্য কিছুদিন পর পর আমরা বিভিন্ন ইভেন্ট এবং গেট টু গেদারের আয়োজন করে থাকি। এবার আমাদের স্লোগান ছিল, নিজেকে জানো অপরকে জানাও। এবার গ্রপের যে ৩শ’ সদস্য অংশ নিয়েছে তাদের অধিকাংশ এ ধরনের আয়োজনে প্রথম এসেছে। তারা খুশি।
এইচএস/এসএইচএস