গাজীপুরে দুইটি তক্ষকসহ গ্রেফতার ৩


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৬ নভেম্বর ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার এলাকা থেকে দুটি তক্ষকসহ (টক্কা) তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জের বিশ্বম্ভবপুর থানার ধনপুরবাজার এলাকার হাফেজ ওহিদুর রহমানের ছেলে হাফেজ মো. মাহবুবুর রহমান (৩২), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে আতাউর রহমান (৩১) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার কামারবাড়ি কুসুমাইল এলাকার মৃত. ওসমান আলীর ছেলে আপেল মিয়া (২৬ )।

জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে বোর্ডবাজারের এনা কাউন্টারের সামনে রাস্তার ধারে অভিযান চালিয়ে তাদের  গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা বন থেকে তক্ষক দুটি শিকার করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অনেছিল। উদ্ধারকৃত তক্ষক দুইটি গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।