খালেদার সংলাপের প্রস্তাব `রাবিশ`


প্রকাশিত: ১০:২৭ এএম, ০৬ নভেম্বর ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় সংলাপের প্রস্তাবকে `রাবিশ` বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার সকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে ম্যারাথন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংলাপ প্রস্তাবকে রাবিশ বলে উড়িয়ে দেন মুহিত।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় সংলাপের আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিবৃতিতে `বর্তমানে ক্রান্তিকাল` চলছে দাবি করে খালেদা জিয়া দেশ ও জাতির স্বার্থে সংকট উত্তরণে `কর্তৃত্ববাদী মনোভাব` থেকে সরে এসে সরকার একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেন।

mal

অর্থমন্ত্রীর কাছে খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব সম্পর্কে তার মনোভাব জানতে চান সাংবাদিকরা। জবাবে অর্থমন্ত্রী সংলাপের আহ্বানকে `রাবিশ` বলে মন্তব্য করেন। এরপরই দ্রুত গাড়িতে উঠে যান মন্ত্রী।

এভারেস্ট একাডেমি ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় `স্কাই মিনি ম্যারাথন দৌড়` প্রতিযোগিতা। ৯ কিলোমিটার ব্যাপি এই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শাকিল মিয়া।

ছমির মাহমুদ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।