নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন


প্রকাশিত: ০৯:৩০ এএম, ০৬ নভেম্বর ২০১৫

বিপুল অঙ্কের টাকা লোকসানের দায়ভার মাথায় নিয়ে নাটোর চিনিকলের ২০১৫-১৬ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনর সভাপতিত্বে চাষি সমাবেশ হয়।

আয়োজিত এ চাষি সমাবেশে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভুইয়া, নাটোরের জেলা প্রশাসক সমশিউর রহমান, নাটোর জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল রফিক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোর্তজা আলী বাবলু, শ্রমিক নেতা মুনছুর রহমান প্রমুখ।

নাটোর চিনিকলে চলতি মাড়াই মৌসুমে মোট ৮০ কার্য দিবসে এক লাখ ২০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৯ হাজার ৩শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৭.৭৫। উল্লেখ্য, আখ সঙ্কটের কারণে চিনিকলটি গত পাঁচ বছর ধরে লোকসান গুণছে।

রেজাউল করিম রেজা/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।