সিটের নিচে ১৪ কেজি স্বর্ণ : বিমান জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্ট এয়ারলাইন্স এর একটি বিমানের সিটের নিচ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানটিকে জব্দ করা হয়েছে।
তবে এঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।
শুল্ক কর্তৃপক্ষের সহকারি কমিশনার (এসি) সন্তোষ সরেন জানান, শুক্রবার সকাল ৮টা ১৬ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটের একটি বিমান শাহজালালে অবতরণ করে। শুক্রবার সকাল পৌনে ১০টfর দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিমানের সিট কভারের নিচ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন প্রায় ১৪ কেজি।
শুল্ক কর্তৃপক্ষের অপর সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা। এ ঘটনায় ওই বিমানটিকে জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে শহীদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেইউ/এআরএস/পিআর