শুভ শক্তির জয় হবেই : সংস্কৃতিমন্ত্রী


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৬ নভেম্বর ২০১৫

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, অশুভ ও অন্ধকার শক্তি প্রতিরোধে আমাদের সংস্কৃতি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। আমাদের দেশের সংস্কৃতিকর্মীরা এ যুদ্ধে সবসময়ই প্রথম কাতারে থেকে লড়ে যাচ্ছেন। শুভ শক্তির জয় হবেই।

শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির সঙ্গীতশালা মিলনায়তনে ‘বাংলাদেশ সঙ্গীত সপ্তাহ ২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমব কথা বলেন। নরওয়ে দূতাবাস ও কনসার্ট নরওয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে লাইফ স্কয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরওয়েজিয়ান রাষ্ট্রদূত মেরিতা লুন্ডামো। সভাপতিত্ব করেন আয়োজক লাইফ স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক নাফিস আহমেদ। বিশেষ অতিথির বক্তৃতায় মেরিতা লুন্ডামো সঙ্গীতে বাংলাদেশ সমৃদ্ধ উল্লেখ করে লোকসঙ্গীতের প্রশংসা করেন তিনি।

‘সঙ্গীত সপ্তাহ’ শিরোনামে লাইফ স্কয়ার প্রথমবারের মত এ আয়োজন করলেও অনুষ্ঠানটি হচ্ছে মূলতঃ দু’দিনের। আগামীকাল শনিবার এর সমাপনী। দু’দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া রয়েছে সঙ্গীত বিষয়ক সেমিনার ও কর্মশালা।

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। বিকেলে ব্যান্ড লালন, শিরোনামহীন, মিনার, শক্তি, ত্রিরত্ন, চিরকুটসহ বিভিন্ন ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করবেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।