হোল্ডিং ট্যাক্স-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়াল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ১৬ অক্টোবর ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি আদায়ের বৃহত্তর স্বার্থে এবং হোল্ডিং ট্যাক্স দাতা ও ট্রেড লাইসেন্সধারীদের সুবিধার্থে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে রিবেট সুবিধার মেয়াদ এবং সার্চচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।

এএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।