ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৫:২৫ এএম, ০৬ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১১টায়। এ বছর এক হাজার ৪৬৫ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৯০ হাজার ১৩০ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫২টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩৫টি স্কুল-কলেজসহ মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ ভর্তি পরীক্ষা। সকাল সোয়া ৯টা থেকে ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশের সুযোগ পায়। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তৎপর ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় আগের ইউনিটগুলোর মতো ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।

এদিকে জালিয়াতির চেষ্টাকালে ঢাবি ক্যাম্পাস থেকে বৃহস্পতিবার দিনগত রাতে দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।