রাবিতে প্রক্টরিয়াল বডির সদস্য পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরিয়াল বডির সদস্যের পরিচয়ে দুই ব্যক্তি এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা ছিনতাই করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী আবু সাঈদ শেখ বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
আবু সাঈদ শেখ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তিনি জাগো নিউজকে বলেন, তিনি ও তার বন্ধু বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নাটক দেখে কাজলা গেটে যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে জুবেরি ভবনের পাশে আম বাগানে দুইজন ব্যক্তি তাদের রাস্তা অবরোধ করেন।
এরপর ওই ব্যক্তিরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যের পরিচয় দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়া ও ছাত্রত্ব বাতিলের হুমকি দিয়ে তার কাছ থেকে পরিচয়পত্র নিয়ে নেয়। এরপর তাদের কাজলায় নিয়ে গিয়ে তার পরিচয়পত্র ফটোকপি করে মূলটা ফেরত দেয় । এ সময় তারা দুজনের কাছ থেকে ২৩০০ টাকা ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
আবু সাঈদ শেখ দাবি করে বলেন, ছিনতাইকারী দুইজনের মধ্যে একজনকে আমি শনাক্ত করতে পেরেছি। তাদের একজন হলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী সাহাদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তাকে ক্যাম্পাসে দেখে চিনতে পেরে ধরে নিয়ে প্রক্টর অফিসে নিয়ে যাই।
তবে সাঈদের অভিযোগ অস্বীকার করে সাহাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি ওই সময় ওখানে ছিলাম না। আমার ডিউটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, ওই শিক্ষার্থী আমার কাছে এসে অভিযোগের বিষয়ে বললে, আমি তাকে লিখিত দিতে বলি, তখন সে ঘটনার লিখিত দেয়। শিক্ষার্থী ওই ঘটনার জড়িত একজনকে শনাক্ত করেছে। যেহেতু কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ, সেজন্য হঠাৎ করেই কিছু বলা সম্ভব হচ্ছে না। তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে।
রাশেদ রিন্টু/বিএ