ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার


প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে মিল্ক ভিটার কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আর এতে এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানেরও সুযোগ হবে।

তিনি বৃহস্পতিবার রাতে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ ভবন ও আবাসিক বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।

নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী প্রমুখ।

এর আগে মন্ত্রী এলজিইডির অর্থায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ ভবন ও ২৭ লাখ টাকা ব্যয়ে ১শ’২৬টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

এসএম তরুণ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।