বিদ্যুৎ বিপর্যয় : তদন্তের অগ্রগতি প্রতিবেদন দেওয়া হচ্ছে আজ
বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিলো আজ বৃহস্পতিবার।তবে তদন্ত কমিটি প্রধান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদ কায়কাউস জানিয়েছেন, আজ তারা তদন্তের পূর্নাঙ্গ প্রতিবেদন জমা দিতে পারছেন না। তারা অগ্রগতি প্রতিবেদন জমা দিবেন।
আগামী দু-এক সপ্তাহের মধ্যেই তারা এ ব্যাপারে পূর্নাঙ্গ রিপোর্ট জমা দিতে পারবেন বলে আশা করছেন। ১ নভেম্বর বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার কারণ তদন্তে সরকারের বেধে দেয়া তিন দিনের সময় শেষ হয়েছে বুধবার।
তদন্তের অংশ হিসেবে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে জাইকা নির্মিত ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের পরে তিনি একথা বলেন। তদন্ত কমিটি এখানে প্রায় আধঘন্টা সময় কাটান।
সূত্র জানায়, তারা ঘটনার দিন এ বিদ্যুৎ কেন্দ্রের অবস্থার নথিপত্র, এখানে কর্মরতরা কে কোথায় ছিলেন সেসব কাগজপত্র দেখেন। এসময় তার সঙ্গে তদন্ত কমিটির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
আহমাদ কায়কাউস এ সময় আরো বলেন, কারিগরি দিক থেকে কী কী সমস্যার কারণে গ্রিড বিপর্যয় হতে পারে তা বিবেচনায় রেখে আমরা তদন্তে এগুচ্ছি।