আইফোনের সর্বশেষ ভার্সন নিয়ে এলো গ্রামীণফোন


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

বাংলাদেশের প্রথম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশি গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে আইফোন ৬এস ও ৬এস প্লাস বাজারে নিয়ে এসেছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান প্রি বুকিং দেয়া গ্রাহকদের হাতে আইফোনের নতুন মডেলের হ্যান্ডসেট তুলে দেন।

এর আগে ২৩ অক্টোবর আইফোনের নতুন মডেলের হ্যান্ডসেটের প্রি বুকিং দেয়া শুরু হয়। সারাদেশে ১৭টি গ্রামীণফোন সেন্টার ও এক্সপ্রেরিয়েন্স সেন্টারের মাধ্যমে প্রি বুকিং দেয়া গ্রাহকদের হাতে ফোন তুলে দেয়া শুরু করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে ইয়াসির আজমান বলেন, বর্তমানের ডিজিটাল দুনিয়ায় উন্নত গ্রাহকসেবা প্রদানের জন্য গ্রামীণফোন পরিচিত। সেরা আর বৃহত্তম নেটওয়ার্ক নিয়ে গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য সর্বত্তোম সেবা ও পণ্য চালু করার চেষ্টা করে যা তাদের ক্ষমতায়নে সাহায্য করে।

তিনি বলেন, বাংলাদেশে সময়মত আইফোন নিয়ে আসতে পেরে এবং আকর্ষণীয় বান্ডল অফার ও ইএমআই সুবিধাসহ তা বাজারজাত করতে পেরে আমরা আনন্দিত। আমরা সকল শ্রেণির গ্রাহকদের জন্য তাদের চাহিদা অনুযায়ী যথাযথ ডিজিটাল অভিজ্ঞতা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এখন থেকে গ্রামীণফোন সেন্টারগুলোয় আইফোন ৬এস ও ৬এস প্লাস পাওয়া যাবে। গ্রামীণফোনের স্টার গ্রাহকরা ২৪টি সহজ মাসিক কিস্তিতে আর সাধারণ গ্রাহকরা ১২টি সহজ মাসিক কিস্তিতে নতুন মডেলে আইফোনটির মূল্য পরিশোধের সুযোগ পাবেন।

আইফোনের ক্রেতারা গ্রামীণফোনের হেভি গ্রাউজিং ননস্টপ ইন্টারনেট প্যাকেজ কিনলে তার ওপর শতকরা ৫০ ভাগ ছাড় পাবেন। ৩০ দিন মেয়াদের এই ইন্টারনেট প্যাকেজ তারা ফোন কেনার প্রথম দু’মাসের মধ্যে ৮ বার নিতে পারবেন। এছাড়াও তারা গ্রামীণফোনের ০১৭১১ সিরিজের প্রিপেইড নাম্বার পাবেন বিনামূল্যে, সাথে পাবেন এক বছরের অ্যাপল ওয়্যারেন্টি।  

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।