ফিফা এমএ রেফারীং কোর্সের সার্টিফিকেট বিতরণ


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

ফিফা এমএ রেফারীং কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্স পরিচালনা করেন ফিফা কর্মকর্তা ফার্খাদ আব্দুল্লায়েভ এবং গানেসান মানিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সার্টিফিকেট বিতরণ করেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও বাফুফে রেফারীজ কমিটির চেয়ারম্যান বাদল রায়, বাফুফে সদস্য আজমল আহমেদ তপন, রেফারীজ কমিটির ডেপুটি চেয়ারম্যান মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও রেফারীজ কমিটির কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ১ নভেম্বর ফিফার পরিচালনায় দেশের সেরা রেফারীদের অংশগ্রহণে ‘ফিফা এমএ রেফারীং কোর্স ২০১৫’ ঢাকায় অনুষ্ঠিত হয়। এই কোর্সে ২৬ জন পুরুষ, চারজন মহিলা এবং ১০ জন অবজারভারসহ সর্বমোট ৪০ জন অংশ নেয়।

আরটি/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।