ঝড়ে উপড়ে পড়ল সচিবালয়ের বাগানের গাছ, ৪ গাড়ি ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২০

ঝড়ে সচিবালয়ে উপড়ে পড়েছে একটি গাছ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে থাকা ৪টি গাড়ি। তবে কেউ হতাহত হয়নি।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গৃহায়ণ ও গণপূর্ত ভবনের (৫ নম্বর ভবন) সামনে এই দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ১১টার দিকে মেঘে কালো হয়ে যায় রাজধানীর আকাশ। শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে ঝড়। বেলা ১২টার দিকে গণপূর্ত ভবনের সামনের বাগানের বিশাল জাকারেন্ডা গাছটি উপড়ে পশ্চিম দিকে হেলে পড়ে। এতে বাগানের পশ্চিম দিকের রেলিং ঘেঁষে রাখা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।

Sachibaloy

গাছ পড়ে একটি প্রাইভেট কারের সামনের কাচ দুমড়েমুচড়ে গেছে। একটি মাইক্রোবাসের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোট ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত দুটি প্রাইভেট কার সরিয়ে ফেলা হয়েছে।

৪টি গাড়ির ৩টিই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বলে জানা গেছে। গাছ পড়ার পর গণপূর্ত বিভাগের লোকজন কেটে গাছটি সরিয়ে ফেলেছেন।

Sachibaloy-1

দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা গেছে, গাছের কাটা ডালপালা পড়ে আছে। উপড়ে পড়া গাছটির বাগানের বাইরের অংশ কেটে ফেলা হয়েছে।

গণপূর্ত বিভাগের সচিবালয়ে বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মী হারুন অর রশিদ বলেন, ‘প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে গোড়ার মাটি আলগা হয়ে গাছটি উপড়ে গেছে। এখানে তো মাটির গভিরতা খুব বেশি নয়। কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত গাছটি চলাচলের স্থান থেকে সরিয়ে নিয়েছি।’

আরএমএম/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।