শিশু ইব্রাহিম হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে শিশু ইব্রাহিম (১৪) হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এ এম এম মোরশেদ খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বাদশা আলম, ইউসুফ ও মনসুর মুন্সি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. শাহাদাত হোসেন জানান, ২০১২ সালে জেলার সদর উপজেলার দাদপুর গ্রামে বদু মিয়ার ছেলে স্কুল ছাত্র শিশু ইব্রাহিমকে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ইব্রাহিমের পিতা বদু মিয়া বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে এ রায় দেয় আদালত।

বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন হাবিবুর রসুল মোল্লা ( মামুন)।

মিজানুর রহমান/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।