অঞ্জলি রায়ের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৫ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুমনা গুপ্তার মা বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি অঞ্জলি রায় (৬৮) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বৃহস্পতিবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অঞ্জলি রায়কে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রীমতি অঞ্জলি রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম । শ্রদ্ধাঞ্জলি পর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য অঞ্জলি রায়ের মরদেহ গাজীপুর জেলার কাশিমপুরে নেয়া হয়। শ্রীমতি অঞ্জলি রায় মুক্তিযুদ্ধকালীন ৯ নম্বর সেক্টর, ঝালকাঠিতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
 
এক শোক বার্তায় উপাচার্য বলেন, শ্রীমতি অঞ্জলি রায়ের পরলোক গমনে জাতি একজন দেশপ্রেমিককে হারাল। উপাচার্য দেশের প্রতি অঞ্জলি রায়ের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

হাফিজুর রহমান/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।