চাঁপাইনবাবগঞ্জে ৩ ভুয়া চিকিৎসক আটক
চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরূপনগর মহল্লা থেকে বৃহস্পতিবার দুপুরে তিন ভুয়া ডাক্তারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গার নুর মোহাম্মদের ছেলে ইউসুফ আলী (৩৫), দেবীনগরের আব্দুল মান্নানের ছেলে মিনহাজুল (১৯) ও শিবগঞ্জ উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের আব্দুর রকিবের ছেলে আবুল কাশেম (২৮)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ জানান, চিকিৎসার নামে বিভিন্ন ওষুধ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এরকম অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের স্বরূপনগর এতিমখানা রোডের তিয়ানশি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের কার্যালয় থেকে তাদের আটক করা হয়। এসময় কয়েক কার্টুন ওষুধও জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এনডিসি রামকৃষ্ণ বর্মন ভুয়া চিকিৎসক ইউসুফ আলী ও আবুল কাশেমকে ছয় মাসের ও মিনহাজুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আটকদের জেলে পাঠানো হয়।
মোহা. আব্দুলাহ/এমজেডি/আরআইপি