ধর্ষণে জন্ম নেওয়া শিশু পাবে জন্মদাতার সম্পত্তি


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৫ নভেম্বর ২০১৫

ধর্ষণে জন্ম নেওয়া শিশু জন্মদাতার সম্পত্তিতে উত্তরাধিকার পাবে। তবে ওই শিশুকে কেউ দত্তক নিলে তখন এ অধিকার থাকবে না। বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট এক কিশোরীর মামলার রায়ে এ তথ্য জানিয়েছে।

ওই কিশোরী কিছুদিন আগে উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার হন। পরে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। আদালতে ওই কিশোরী জানায়, আর্থিক অসচ্ছলতার কারণে তারা সদ্যোজাত শিশুকে দত্তক দিতে চায়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ এ রায় দেন।
 
বিচারকরা বলেন, উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সন্তানের কীভাবে জন্ম হয়েছে তা মুখ্য বিষয় নয়। ধর্ষণের কারণে কোনো শিশুর জন্ম হলেও সে জন্মদাতার সম্পত্তিতে ভাগ পাবে।
 
একইসঙ্গে আদালত উত্তরপ্রদেশ সরকারকে ওই কিশোরীকে ১০ লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া কিশোরীর বিনা মূল্যে পড়ালেখার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে কোনো আইন তৈরি করা বিচার বিভাগের কাজ নয় বলে বিচারকরা জানিয়েছেন। ধর্ষিতার পরিচয় প্রকাশ যাতে না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আদালত।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।