খুলনায় পাট নিয়ে বিপাকে ব্যবসায়ীরা
কাঁচাপাট রফতানির উপর নিষেধাজ্ঞা জারির কারণে ৩০ হাজার মেট্রিকটন রফতানিযোগ্য পাট পণ্য নিয়ে বিপাকে পড়েছেন খুলনার রফতানিকারকরা। এ পণ্যের মূল্য দেড়শ কোটি টাকার বেশি বলেও জানিয়েছেন তারা। পাট রফতানি বন্ধ থাকায় ঋণ গ্রহণকারীরা পড়েছেন আরো বিপাকে।
বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ) নেতৃবৃন্দ।
সম্মেলনে বলা হয়, গত ৩ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে এক মাসের জন্য কাঁচাপাট রফতানি বন্ধ করে দেয়া হয়। যা ব্যবসায়ীদেরকে হতাশার মধ্য ফেলে দিয়েছে। এর আগে একবার বন্ধ করে দেয়ায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া চুক্তি অনুযায়ী পাট রফতানি করতে না পারায় বিদেশে ক্রেতাও হারাতে হয়েছে।
পাট ব্যবসায়ীরা বলেন, এভাবে চলতে থাকলে ধুঁকে ধুঁকে চলতে থাকা পাট ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবেন।
নেতৃবৃন্দ বলেন, কাঁচাপাট রফতানি না করে তা দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য পণ্য তৈরির মিলগুলোতে সরবরাহ করার কথা বলা হচ্ছে। কিন্তু যেসব মিল পণ্য তৈরি করে তারা বলতে গেলে শতভাগ রফতানিমুখী। ফলে সরকারের এই কাঁচাপাট রফতানি বন্ধের আদেশ ব্যবসায়ীদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। ব্যাংকের দেনা বেড়ে যাবে। এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন অ্যাসোসিয়েশনের পক্ষে আলহাজ শেখ আব্দুল মান্নান।
আলমগীর হান্নান/এমজেড