রাশিয়ার ক্ষেপণাস্ত্র সিরিয়ায় মোতায়েন
রুশ সেনাবাহিনী ও সামরিক স্থাপনাকে রক্ষা করার লক্ষ্যে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বিমান বাহিনীর প্রধান। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ বিমান বাহিনীর প্রধান কর্নেল জেনারেল ভিক্টর বন্দারেভ বলেছেন, সিরিয়ায় মোতায়েন রুশ জঙ্গিবিমান ছিনতাই করে প্রতিবেশী দেশগুলোতে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখান থেকে এসব বিমান দিয়ে সিরিয়ায় রাশিয়ান বাহিনীর ওপর হামলায় ব্যবহার করা হতে পারে।
তিনি বলেন, আমরা সম্ভাব্য সব হুমকিকে বিবেচনায় নিয়েছি। আমরা সিরিয়ায় শুধু জঙ্গিবিমান, বোমারু বিমান ও হেলিকপ্টার পাঠাইনি একইসঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও নেয়া হয়েছে। তবে ঠিক কোন মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সিরিয়ার কোন কোন অঞ্চলে মোতায়েন করা হয়েছে তা জানা যায়নি।
সিরিয়া সরকারের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থানে হামলা শুরু করেছে রাশিয়া। রুশ বিমান হামলায় এখন পর্যন্ত শত শত আইএস জঙ্গি নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বলছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। তবে পশ্চিমা বিশ্বের এ অভিযোগ উড়িয়ে দিয়েছে মস্কো।
এসআইএস/আরআইপি