ছিটকে গেলেন সৌম্য, কপাল খুললো ইমরুলের


প্রকাশিত: ১০:০০ এএম, ০৫ নভেম্বর ২০১৫

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক বাঁ হাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুখ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দলের অনুশীলনে বাঁ পাঁজরে ব্যথা পান সৌম্য সরকার। ব্যথাটা না কমায় বুধবার সকালে এমআরআই করানো হয় তার। ব্যথা মারাত্মক না হলেও সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে বলে ঝুঁকি নিচ্ছেন না নির্বাচকরা।

এদিকে সৌম্যর ইনজুরির কারণে কপাল খুলেছে ইমরুল কায়েসের। প্রায় আট মাস পর আবারও বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সিতে খেলার সুযোগ পেলেন ইমরুল। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। বিশ্বকাপে হতাশাজনক ফলাফলের পর দল থেকে বাদ পড়ে যান তিনি।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।