বিএনপি নির্বাচনকে ভয় পায় না : এমাজউদ্দীন


প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৫ নভেম্বর ২০১৫

বিএনপি নির্বাচনকে ভয় পায় না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সরকার বিরোধীদলের যাদেরকে বিপদজনক মনে করছে তাদেরকেই গ্রেফতার করছে দাবি করে এমাজউদ্দীন বলেন, অহেতুক বিনা কারণে যে কোন সময় যে কোউকে গ্রেফতার করা হচ্ছে যা ইতিহাসে নজিরবিহীন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশের প্রত্যেকটি সামাজিক প্রতিষ্ঠান আজ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে গণতন্ত্রের কঠিন সংকট চলছে, শিগগিরই এই সংকটের অবসান হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন এমাজউদ্দীন।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

এএস/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।