ভারতে কনসার্ট করবেন না গোলাম আলি!
নরেন্দ্র মোদির বিজেপি ক্ষমতায় আসার পর ক্রমেই দেশটিতে বাড়ছে সাম্প্রদায়িক সমস্যা। মাথা চাড়া দিয়ে উঠেছে শিবসেনার মতো উগ্র হিন্দুবাদী সংগঠনগুলো। তারা নানাভাবে হয়রানি করছে ভিন্ন ধর্ম ও মতাবলম্বীদের।
সম্প্রতি এইসব ঘটনার প্রেক্ষিতে ভারতকে অসহিষ্ণু দেশ বলায় বলিউড কিং শাহরুখকে পাকিস্তানের দালাল বলেছেন বিজেপির কতিপয় নেতৃবৃন্দ। পাশাপাশি তারা পাকিস্তানি তারকাদের বলিউডে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।
এইসব দেখেই অনুমান করা যায় ভারত-পাকিস্তানের বৈরিতা এখন রাজনীতির মাঠ ছাড়িয়ে শিল্প-সংস্কৃতিতেও প্রভাব ফেলছে।
সর্বশেষ এক খবরে জানা গেছে, ভারতে আপাতত আর কোনও কনসার্ট করতে চান না উপমাহদেশের জনপ্রিয় গজল শিল্পী গোলাম আলি।
আইবিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘ভারত ক্রমেই উগ্রবাদের দেশে পরিণত হচ্ছে। সেখানে শিল্পের চর্চা ব্যহত হচ্ছে। কথার বানে আক্রান্ত হচ্ছেন হিন্দু ধর্মের বাইরের তারকারা। সাধারণ মানুষের অবস্থা তো আন্দাজ করার বিষয়। এইসব বিবেচনা করেই আমি ভারতের আসন্ন সব কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি সে দেশে পারফর্ম করব না।’
তিনি আরো বলেন, ‘ভারতের সাম্প্রতিক কিছু ঘটনায় আমি মর্মাহত। এ কারণে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যদিও সে দেশের শ্রোতারা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি একজন সংগীতশিল্পী, আমি সংগীত নিয়ে কথা বলতে চাই, রাজনীতি নিয়ে নয়।’
চলতি বছরের ৮ নভেম্বর দিল্লিতে একক কনসার্টের অংশ নেওয়ার কথা ছিল কিংবদন্তি শিল্পীর। সেটি শিল্পী রাজি না হওয়াতে বাতিল করেছে আয়োজকরা।
এলএ/পিআর