কুড়িগ্রামে বিসিএস ক্যাডারদের ৬ দফা দাবি
কুড়িগ্রামে ৬দফা দাবি নিয়ে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডক্টরস ক্লাবে জেলার বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারগণ অংশ নেন।
আলোচনা সভায় ডা. অজয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খামারবাড়ি উপ-পরিচালক শওকত আলী সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান, ডা. নাসরিন বেগম, ডা. মাহফুজার রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী সফিকুর রহমান, মির্জা নাসির উদ্দিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্তৃত্ত বাতিল, বেতন স্কেল সিলেকসন গ্রেড টাইম স্কেল পুনঃবহাল, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন, কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সকল ক্যাডার, নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ প্রদানের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
এছাড়াও বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করে বলেন, কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা সরকারের সাফল্যকে ম্লান করে দিতে এক ধরনের বৈষম্য সৃষ্টি করছেন। এই বৈষম্য দূরিকরণে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় সরকারি প্রতিষ্ঠানের ১৭টি বিভাগের কর্মকর্তারা একযোগে এই প্রতিবাদ সমাবেশ পালন করেন।
নাজমুল হোসেন/এমজেড/পিআর