ওসমানী হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৭:১৯ এএম, ০৫ নভেম্বর ২০১৫

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট প্রত্যাহার করেছেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে যথারীতি তারা কাজে যোগ দেন বলে জানিয়েছেন ওসমানী হাসপাতাল শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের প্রচার সম্পাদক সৌরভ দেব।

এর আগে বুধবার রাত ১০টার দিকে মৃত্যুবরণকারী রোগীর ছেলে জহুরুল ইসলামকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাত ৩টায় প্রশাসন, পুলিশ ও ইন্টার্ন চিকিৎসকের ত্রিপক্ষীয় আলোচনায় সকাল থেকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮টায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে বুধবার রাতে এ ধর্মঘট আহ্বান করা হয়।

এ সময় হাসপাতালের ভেতরে ইন্টার্নদের মিছিল সমাবেশে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা সাধারণ রোগীরা। অনেকে চিকিৎসা না নিয়ে অন্যত্র চলে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ মানুষ। তবে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুস সালাম জাগো নিউজকে বলেন, শিক্ষানবিশ চিকিৎসকরা ধর্মঘটে যাওয়ার আগেই রাত ৩টায় আমরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছি।

ছামির মাহমুদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।