বিশ্ব তুলা দিবস পালিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ০৭ অক্টোবর ২০২০

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আজ পালিত হলো বিশ্ব তুলা দিবস-২০২০।

দিবসটি উপলক্ষে তুলা উন্নয়ন বোর্ড নানা অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘তুলা : বিশ্বের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ’ প্রতিপাদ্যের ওপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে মানব উদ্দীপন বন্ধন।

এরপর তুলা উন্নয়ন বোর্ডের সদরদফতরের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

jagonews24

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

সেমিনারে কি-নোট পেপার উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা।

আলোচক হিসেবে অংশগ্রহণ করেন তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক ড. মো. তাসদিকুর রহমান ও অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান।

বক্তারা তুলাকে ‘সাদা সোনা’ হিসেবে উল্লেখ করে তুলার উন্নয়ন সম্প্রসারণে সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করার প্রতি গুরুত্বারোপ করেন।

এইচআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।