ময়লা ফেলার জায়গায় বসলো ফুলের টব
অবশেষে ময়লা আবর্জনামুক্ত হলো রাজধানীর নিউমার্কেটের ওভারব্রিজ সংলগ্ন ময়লা ফেলার সেই স্থানটি। ওভারব্রিজের অদূরে গাউছিয়া ও হকার্স মার্কেট সংলগ্ন রাস্তায় বছরের পর বছর ধরে আশপাশের হোটেল-রেস্টুরেন্টের বাসি খাবার ও মার্কেটের দোকানপাটের ময়লা আবর্জনা ফেলা হতো।
এর কারণে মার্কেটে আগত ক্রেতাতো বটেই মিরপুর রোডে চলাচলকারী যানবাহনের যাত্রীরাও দুর্গন্ধে নাক-মুখে রুমাল চাপা দিয়ে পথ চলতেন। দিনে ও রাতে যখন তখন ময়লার গাড়িতে ময়লা সরানো হতো।
নিউমার্কেট, গাউছিয়া, চাঁদনীচক ও হকার্স মার্কেটসহ অন্যতম বাণিজ্যিক এ স্থানটিতে নিয়মিত ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়ে আসছিল। ব্যস্ততম এ সড়কে ময়লা আবর্জনা ফেলা বন্ধে কার্যত কোনো উদ্যোগ ছিল না।
কিন্তু সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের নির্দেশে এ স্থানে ময়লা ফেলা বন্ধ হয়েছে। যে স্থানে ময়লা ফেলা হতো সে স্থানটি রশি দিয়ে ঘেরাও করে বর্তমানে ফুলের টব বসানো হয়েছে। ডাস্টবিনের স্থলে ফুলের টব বসানোর এ উদ্যোগটি সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।
নিউমার্কেট ওভারব্রিজের পূর্বপাশে ব্রিজের গোড়ায় ফুটপাতে জুতার ব্যবসা করেন সুলতানা মিয়া। তিনি জানান, বছরের পর বছর ধরে এখানে ময়লা আবর্জনা ফেলা হতো। ময়লার দুর্গন্ধের কারণে কাস্টমার দোকানের সামনে দাঁড়াতে চাইতেন না। কিন্তু এখন ক্রেতারা সময় নিয়ে দাঁড়িয়ে পণ্য কিনছেন।
রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসিন্দা আব্বাস মিয়া বলেন, নিউমার্কেট, গাউছিয়া ও হকার্স মার্কেটের জন্য ডাস্টবিনটি ছিল বিষফোঁড়ার মতো।
তিনি ডিএসসিসির মেয়রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেরিতে হলেও ব্যস্ততম এ সড়কে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করায় আমরা খুশি।
এমইউ/এফআর/এমকেএইচ