সিরিয়ায় আবারও গাড়ি তৈরি করবে ইরান


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৫ নভেম্বর ২০১৫

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আবারও গাড়ি তৈরির কাজ শুরু করবে ইরান। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোম্পানি ‘ইরান খোদরো’। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ তোফাজ্জলি এ কথা জানিয়েছেন। খবর- রেডিও তেহরানের।
 
সম্প্রতি সিরিয়ায় ১০০ গাড়ি রফতানি করেছে কোম্পানিটি। কিন্তু এখন পরিকল্পনা নিয়েছে রাজধানী দামেস্কের কাছে গাড়ি নির্মাণের কাজ শুরু করবে তারা। রাজধানী দামেস্ক ও আলেপ্পোর আশপাশ থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে তাড়িয়ে দেয়ার পর এ পরিকল্পনার কথা জানালো ইরান খোদরো।

ইরান খোদরো ও সিরিয়ার সিয়ামকো কোম্পানির মধ্যে নতুন চুক্তির আওতায় ইরান সামান্দ সেদান ও সোরেন ইএলএক্স’র পরিবর্তে রুনা ও দিনা পরিবারভুক্ত গাড়ি তৈরি করবে। তোফাজ্জলি জানান, চলতি বছর শেষ হওয়ার আগে ইরান ৬০০ গাড়ি সিরিয়ায় এবং ৫০০ গাড়ি লেবাননে রফতানি করবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।