সিরিজ জয় শ্রীলংকার


প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৫ নভেম্বর ২০১৫

বৃষ্টিবিঘ্নিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে শ্রীলংকা। বুধবার ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮ উইকেটের জয় পায় তারা। ফলে এক ম্যাচ বাকি থাকতে ২-০ তে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

বুধবার কলম্বোয় ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৩৮ ওভারের ম্যাচে ২১৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে শ্রীলংকা নয় বল বাকি থাকতে সেই রান টপকায় মাত্র দুই উইকেট হারিয়ে। জয়-পরাজয় নির্ধারণ হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। ওপেনার কুশাল পেরেরার ৯২ বলে ৯৯ লংকানদের বড় জয়ের পথ প্রশস্ত করে। ৮১ রানে অপরাজিত থাকেন থিরিমান্নে।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ ২১৪/১০, ৩৭.৪ ওভারে (জনসন চার্লস ৮৩, ড্যারেন ব্রাভো ২১, মারলন স্যামুয়েলস ৬৩, ব্রাফেট ১৭। মালিঙ্গা ২/৪৩, সিরিবর্দনা ২/২৭)।

শ্রীলংকা ২২৫/২, ৩৬.৩ ওভারে (কুশাল পেরেরা ৯৯, দিলশান ১৭, থিরিমান্নে ৮১*, চান্দিমাল ১৫*। সুনীল নারিন ১/২৭)।

ফল : শ্রীলংকা ৮ উইকেটে জয়ী (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে)।
ম্যান অব দ্য ম্যাচ : কুশাল পেরেরা (শ্রীলংকা)।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।