নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সম্মেলন ৩০ নভেম্বর
সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশি সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার বিকেলে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মতিয়র রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুর পরিচালনায় জেলা আওয়ামী লীগের নভেম্বরে সম্মেলন কীভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে অংশ নেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান মাসুদ, ভজন সরকার, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান রোমান, নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম বজলুল কাদের শাহজাহান ও সাধারণ সম্পাদক পিপি গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল প্রমুখ।
সভায় কার্যকরী কমিটির ৭১ জন সদস্যের মধ্যে ৪৮ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৩০ নভেম্বর সম্ভাব্য নেত্রকোণা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। ইতিমধ্যে আটপাড়া, কলমাকান্দ, মদন, খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২১ নভেম্বর কেন্দুয়া, ২৩ নভেম্বর বারহাট্টা, ২৪ নভেম্বর নেত্রকোনা পৌরসভা, ২৫নভেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
মোহনগঞ্জ ও পূর্বধলা উপজেলায় ইউনিয়ন কমিটি গঠন নিয়ে জটিলতা থাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসনের সিদ্ধান্তের উপর এ দুটি উপজেলা সম্মেলনের ভার ছেড়ে দেয়া হয়েছে।
কামাল হোসাইন/বিএ