তাবেলা হত্যায় অভিযুক্ত কাইয়ুমের ভাই মতিন আটক


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার আসামি ঢাকার বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ কাইয়ুমের ভাই এমএ মতিনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে যশোরের বেনাপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডিবি পুলিশের একটি টিম পোর্ট থানা পুলিশের সহযোগিতায় বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এমএ কাইয়ুমের ভাই এমএ মতিনকে আটক করা হয়েছে। তাকে নিয়ে ডিবি পুলিশ রাতেই ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সিজারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী অনুযায়ী, একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়।

মিলন রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।