ওসমানী হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘট ডেকেছে শিক্ষানবিশ চিকিৎসকরা। এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতির জের ধরে বুধবার রাতে এ ধর্মঘট আহ্বান করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর দরগা মহল্লা এলাকার বাসিন্দা আব্দুর রশীদ ওসমানী হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৮টায় মারা যান। আব্দুর রশীদের মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করে কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন তার স্বজনরা। এসময় দু`পক্ষের মধ্যে হাতাহাতি লেগে যায়। উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকরা ওসমানী হাসপাতালে ধর্মঘটের ডাক দেন। প্রথমে জরুরি বিভাগ ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে জানানো হলেও রাত ১০টার দিকে জরুরি বিভাগে চিকিৎসাসেবাও বন্ধ করে দেয় ধর্মঘটকারীরা।

এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা। ধর্মঘটের সমর্থনে ও চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে রাত ৯টার দিকে ওসমানী হাসপাতালে বিক্ষোভ মিছিল করেন শিক্ষানবিশ চিকিৎসকরা।

এ ঘটনায় হাসপাতালের ক্যাম্প পুলিশ রোগীর এক স্বজনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।