এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ফলাফল
থাইল্যান্ডের ব্যাংককে ১৯তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপস-২০১৫ এবং এশিয়ান অলিম্পিক কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টস-২০১৫ অনুষ্ঠিত হচ্ছে। ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আরচারি দল এতে অংশ নিয়েছে। বাংলাদেশ আরচারি দল রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে পুরুষ ও মহিলা সেকশনে একক, দলগত ও মিশ্র দলগতভাবে অংশগ্রহণ করছে।
বুধবার রিকার্ভ ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। কোয়ালিফিকেশন রাউন্ডে পুরুষ সেকশনে ১৯টি দেশের ৮৩ জন আরচার অংশগ্রহণ করেন। শেখ সজিব ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৫২ স্কোর করে ২৫তম, মো. রুমান সানা ৬৩৮ স্কোর করে ৪১তম, মো. মিজানুর রহমান ৬২৫ স্কোর করে ৫৩তম ও মোহাম্মদ জাবেদ আলম ৬০৬ স্কোর করে ৬৫তম র্যাংকিং নিয়ে বৃহস্পতিবার ইলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণ করবেন।
মহিলা সেকশনে ১৫টি দেশ থেকে ৬৭ জন আরচার অংশগ্রহণ করেন। শ্যামলী রায় ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬১৮ স্কোর করে ৩২তম, মাথুই প্রু মারমা ৬০০ স্কোর করে ৪৬তম, মোসাম্মৎ হিরা মনি ৫৫৪ স্কোর করে ৫৭তম ও নাজমিন খাতুন ৪৪৫ স্কোর করে ৬৫তম র্যাংকিং নিয়ে বৃহস্পতিবার ইলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণ করবেন।
এদিন কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে ১৩টি দেশের ৫৫ জন আরচার অংশগ্রহণ করেন। মো. আনোয়ারুল কাদের ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৬৩ স্কোর করে ৩৮তম, রাম কৃষ্ণ সাহা ৬৪৮ স্কোর করে ৪৭তম, এহেসান আহমেদ ৬৪৪ স্কোর করে ৪৯তম ও সুমন কুমার দাস ৬৪৩ স্কোর করে ৫০তম র্যাংকিং নিয়ে ইলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণ করবেন।
মহিলা সেকশনে ১০টি দেশ থেকে ৪০ জন আরচার অংশগ্রহণ করেন। সুস্মিত বনিক ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৬৬২ স্কোর করে ২৯তম, রোকসানা আক্তার ৬৫৯ স্কোর করে ৩৪তম, তামান্না পারভীন ৬৫৮ স্কোর করে ৩৫তম ও মিতু ৫৯২ স্কোর করে ৪০তম র্যাংকিং নিয়ে ইলিমিনেশন রাউন্ড খেলবেন।
এছাড়াও এশিয়ান অলিম্পিক কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্টে রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে শেখ সজিব ৮ম, মো. রুমান সানা ২০তম, মো. মিজানুর রহমান ৩১তম এবং মহিলা সেকশনে শ্যামলী রায় ১৫তম, মাথুই প্রু মারমা ২৬তম ও মোসাম্মৎ হিরা মনি ৩৪তম র্যাংকিং নিয়ে ইলিমিনেশন রাউন্ডে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ আরচারি দল রিকার্ভ ডিভিশনে পুরুষ সেকশনে দলগতভাবে ১৯টি দলের মধ্যে ১১তম, মহিলা সেকশনে ১৫টি দলের মধ্যে ১২তম, মিশ্র দলগতভাবে ১৪টি দলের মধ্যে ১৩তম, কম্পাউন্ড ডিভিশনে পুরুষ সেকশনে দলগতভাবে ১৩টি দলের মধ্যে ১২তম, মহিলা সেকশনে ১০টি দলের মধ্যে ৯ম, মিশ্র দলগতভাবে ১২টি দলের মধ্যে ১১তম র্যাংকিং অর্জন করেছে।
উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে বাংলাদেশসহ ২৮টি দেশ থেকে ১৩৮ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ মোট ২৪৫ জন আরচার অংশগ্রহণ করেন।
আরটি/বিএ