মির্জাপুরে শিশু ধর্ষণ : আসামিদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সমাবেশ
টাঙ্গাইলের মির্জাপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের মূল আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, এলাকাবাসী ও ধর্ষিতা শিশুর পরিবার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রায় এক ঘণ্টাব্যাপি মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা পারভীন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ মিয়া, ধর্ষিতা শিশুর মা শাহনাজ বেগম এবং এলাকাবাসীর মধ্যে আব্দুল হাই প্রমুখ।
মামলার বাদী শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, গত ১৫ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে একই গ্রামের নুরুল ইসলামের বখাটে ছেলে মেহেরাব হোসেন (১৯), মোমরেজ আলীর ছেলে রুহুল আমিন (১৮) এবং সোলাইমান মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৪০) তার মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে (১১) জোরপূর্বক ধরে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিওচিত্র ওই বখাটেরা পরে ফেসবুকের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে ধর্ষিতার মা শাহনাজ বেগম বাদী হয়ে উল্লেখিত আসামিদের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর মূল আসামি পালিয়ে যায়। দীর্ঘদিনেও তাকে গ্রেফতার না করায় এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ধর্ষিতার পরিবার বুধবার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে তারা অভিযোগ করেছেন, পুলিশের অবহেলা ও গাফিলতির কারণে আসামিরা গ্রেফতার হচ্ছে না।
এ ব্যাপারে মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এমজেড/বিএ