সাগরে নৌকাডুবি : ৩৪ জেলের মধ্যে ২৯ জন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৪ অক্টোবর ২০২০

অডিও শুনুন

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩৪ জেলের মধ্যে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন। ধারণা করা হচ্ছে তারা কেউ বেঁচে নেই।

রোববার রাত সোয়া ৯টায় জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

জানা গেছে, শনিবার রাতে উপজেলার ৯ নম্বর শীলকূপ ইউনিয়নের বাংলাবাজার ঘাট থেকে গভীর সাগরে মাছ ধরতে যায় বাঁশখালীর ছগির মাঝির ফিশিং বোট।

আজ সকাল ৭টার দিকে কুতুবদিয়া উপকূলে গভীর সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। প্রাথমিকভাবে ১৩ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া যায়।

সাগরে নিখোঁজ ফয়জুল্লাহর ভাই মোহাম্মদ শহীদ উল্লাহ জাগো নিউজকে মুঠোফোনে বলেন, গতকাল রাতে সাগরে মাছ ধরতে যায় ছগির মাঝির ফিশিং বোট। আজ সকাল ৭টার দিকে দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, দুর্ঘটনার কবলে পড়ে ফিশিং বোটটি সাগরে ভেসে যায়। এতে অনেকেই নিখোঁজ হন। কয়েকজনকে আশপাশের মাছ ধরার নৌকাগুলো উদ্ধার করে। এদের মধ্যে নুরনবী-মহিউদ্দিনসহ তিন জেলে সন্ধ্যায় এলাকায় ফিরে আসেন।

আবু আজাদ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।