রাজধানীতে ৩ স্টিল রি-রোলিং মিলকে ১০ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০৪:১৪ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

বিএসটিআইয়ের উদ্যোগে বুধবার রাজধানীর শ্যামপুর এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট তিনটি স্টিল রি-রোলিং মিলকে ১০ লাখ টাকা জরিমানা করেছে।

বিএসটিআই সূত্র জানায়, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে এমএস রড উৎপাদন, বিক্রয় ও বিতরণ এবং পাশাপাশি পিএসআরএম ব্র্যান্ড নকল করার অপরাধে মিল তিনটিকে এ জরিমানা করা হয়।

মিলগুলো হলো পাইওনিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে চার লাখ টাকা এবং তাজ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড ও হানিফ স্টিল মিলস লিমিটেড প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।