সিলেট বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট অফিস দালালদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অভিযোগ আছে দালাল ছাড়া বিআরটিএ অফিসে কিছুই হয় না। দালালদের হাতে হাজার পাঁচেক টাকা দিলে যেকোনো কঠিন কাজই তারা করে দেন মুহূর্তে। এ দালালরা আবার রীতিমতো অফিসের বিভিন্ন কাজ নিজ হাতেই করে দেন।
এরকম নানা অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে সিলেট বিআরটিএ অফিসে দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় র্যাব-৯ এর একটি দল। তারা বুধবার বিকেল পৌনে তিনটা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআরটিএ অফিসের লাইসেন্স শাখাসহ বিভিন্ন কক্ষ থেকে প্রায় ১০ থেকে ১২ জন দালালকে আটক করে অফিস বারান্দায় এনে জড়ো করা হয়।
যারা একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের হাতে আটক হয়েছেন এরকম চিহিৃত চারজনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়। বাকিদের আর কোনোদিন এখানে আসবেন না এমন অঙ্গীকারনামা রেখে ছেড়ে দেয় র্যাব।
আটক ওই চার চিহিৃত দালালকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এরমধ্যে বিআরটিএর চিহিৃত বিআরটিএ অফিসের দালাল আবজাল হোসেনকে আট হাজার, লিটন কান্তি দাশকে তিন হাজার, অপু রানা সেনকে দুই হাজর ও মারুফ আহমদকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়। তবে তারা সবাই জরিমানার টাকা দিয়ে ছাড়া পান।
র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর ফখরুল ইসলামের নেতৃত্বে পারিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। এসময় বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এমজেড/পিআর