৯০০ অবৈধ সাইনবোর্ড অপসারণ করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ০৪ অক্টোবর ২০২০

রাজধানীর উত্তরা এলাকায় ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রীর বিরুদ্ধে এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির পাঁচজন ম্যাজিস্ট্রেট ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী নিলাম ও অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রায় ৯০০টি অবৈধ সাইনবোর্ড অপসারণ করা হয়।

dncc-1

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬টি মামলায় এক লাখ ৯১ হাজার টাকা আদায় করা হয়। সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণসামগ্রী এবং অপসারণকৃত সাইনবোর্ড নিলামের মাধ্যমে বিক্রয় করে ৩ লাখ ৭৫ হাজার ৭৭৫ টাকা আদায় করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর উত্তরা এলাকার জসিম উদ্দিন মোড় থেকে এ অভিযান শুরু হয়।

dncc-2

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এএস/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।