বিদ্যুৎ চুরির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়


প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৪ নভেম্বর ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কয়েকটি এলাকায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। এসময় বিদ্যুৎ চুরির দায়ে ১০ গ্রাহককে ছয় লাখ ১৭ হাজার ৪৬৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম (টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী জাগো নিউজকে জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল।

বিদ্যুৎ চুরির দায়ে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়াল এলাকার ফরিদা ইসলামকে ৮৬ হাজার ৭০২, হারুন অর রশিদকে ৪৫ হাজার ৭২০, ধীরাশ্রম এলাকার মাকছুদা বেগমকে ৬৮ হাজার ৭০২, হায়দরাবাদ এলাকার মোকতার হোসেনকে ৮০ হাজার ১৯৩, মো. জালাল উদ্দিনকে ২ লাখ ৫ হাজার ৮৫১, বারেক মিয়াকে ৩১ হাজার ২২৮, নূরজাহানকে ১ লাখ ১৩ হাজার ৯২১, রহিম আলীকে ৪৫ হাজার ৭২০, শাহিদা বেগমকে ৬৭ হাজার ৯৬৬ ও বিল্লাল হোসেনকে ৫১ হাজার ৪৬৪ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তাকে সহযোগিতা করেছেন গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম ( টেকনিক্যাল) শেখ মোহাম্মদ আলী  ও এজিএম মো. সোলাইমান হোসেন।
                
মো.আমিনুল ইসলাম/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।